ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে সুদহার আমানতে ৮ শতাংশ, ঋণে ১২

0 123

|| বানিজ্য-অর্থনীতি প্রতিবেদন ||

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ঋণ ও আমানতের ওপরে সর্বোচ্চ সুদহার নির্দিষ্ট করতে যাচ্ছ বাংলাদেশ ব্যাংক।
ব্যাংক ঋণের সুদহার সর্বোচ্চ ৯ শতাংশ ও আর্থিক প্রতিষ্ঠানের সুদহার সর্বোচ্চ ১২ শতাংশ পর্যন্ত নির্ধারণ করা হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। অন্যদিকে আমানতের সুদহার হবে ৮ শতাংশ। আমানত ও ঋণের সুদহারের ব্যবধান হবে ৪ শতাংশ।

চলতি সপ্তাহে এই বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদ নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। তবে দ্রুত এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানা গেছে।

২০২০ সালের এপ্রিল থেকে ক্রেডিট কার্ড ছাড়া ব্যাংকের সব ধরনের ঋণের সুদহার ৯ শতাংশে বেঁধে দেয় বাংলাদেশ ব্যাংক। ফলে নতুন ও পুরনো সব ধরনের ঋণের সুদের হার হয় ৯ শতাংশ। আর গত বছরের আগস্টে মেয়াদি আমানতের সুদহার গড় মূল্যস্ফীতির চেয়ে কম না হওয়ার শর্ত আরোপ করে কেন্দ্রীয় ব্যাংক। ফলে আমানতের সর্বনিম্ন সুদহার হয় প্রায় ৬ শতাংশ।

এদিকে অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞরা মনে করছেন সুদহার বেঁধে না দিয়ে বাজার ব্যবস্থার ওপর ছেড়ে দেয়া উচিত।

জেটি//এফএস

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More