|| বঙ্গকথন প্রতিবেদন ||
চলছে মাঘ মাস। কনকনে শীতেও বৃষ্টি হচ্ছে দেশের বিভিন্ন স্থানে।
৩ ফেব্রুয়ারি রাত থেকে ঢাকায় বৃষ্টি হয়। শুক্রবার দুপুর না গড়াতেই কালবৈশাখির মতো ঝোড়ো হাওয়ার সাথে নেমে আসে বৃষ্টি।
আবহাওয়া অধিদফতর বলছে, রংপুর, বগুড়া, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এদিকে সারাদেশে আকস্মিক বৃষ্টিতে জনজীবনে ভোগান্তি বেড়েছে। আগামীকাল শনিবার দুপুর পর্যন্ত আকাশ মেঘলা থাকবে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে। মাঝারি ও মৃদু শৈত্যপ্রবাহ শেষ হতে না হতেই বৃষ্টির কবলে পড়েছে কুড়িগ্রামের জনজীবন।
এবি//এফএস