|| বঙ্গকথন প্রতিবেদন ||
পশ্চিমা লঘুচাপের প্রভাবে সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা বেড়েছে। বিশেষ করে ৪ ফেব্রুয়ারি দুপুর থেকে গভীর রাত পর্যন্ত বৃষ্টির সাথে ছিলো দমকা হাওয়া।
মাঘ মাস যখন শেষের পথে সেই সময়ে এমন ঝুম বৃষ্টি খুব কমই দেখেছেন দেশের মানুষ। অস্বস্তিতেই পড়েছে দেশবাসী। আজ শনিবারও দেশের বিভিন্ন স্থানে থাকতে পারে বৃষ্টি।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এ অবস্থায় বৃষ্টি আরো দুই দিন থাকতে পারে। বৃষ্টির পর কমবে তাপমাত্রা, বাড়বে শীতের তীব্রতা।
শনিবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
সহকারী আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা জানান, রাতের তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে। মেঘ কেটে যাওয়ায় ঠাণ্ডা বাতাসের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে বয়ে যেতে পারে শৈত্যপ্রবাহ।
এবি//এফএস