|| বিদেশ-বিভূঁই প্রতিবেদন ||
ইউক্রেনের রাজধানী কিয়েভ এবং এর আশপাশে স্থানীয় সময় ২৫ ফেব্রুয়ারি রাতভর বিস্ফোরণ হয়েছে। এরপর শনিবার ভোর ৫টার দিকে সেখানে নীরবতা বিরাজ করছিল।
রাত ২টা থেকে ৪টার মধ্যে শহরের পশ্চিম এবং দক্ষিণে বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছিলেন সিএনএনের প্রতিবেদকরা। বেশ কয়েকটি ফ্ল্যাশের সঙ্গে আলোকিত হয়েছিল আকাশ।
ভাসিলকিভ শহরের মেয়র নাতালিয়া বালাসিনোভিচ জানিয়েছেন, কিয়েভের দক্ষিণে রাস্তায় প্রচণ্ড লড়াই হচ্ছে। যদিও সিএনএন এ তথ্যের সত্যতা যাচাই করতে পারেনি।
রাশিয়ার অভিযানের পর মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে ইউক্রেনে। সীমান্তে ভিড় করছেন দেশটির সাধারণ মানুষ। যুদ্ধে অংশ নেয়ার জন্য প্রিয়জনের সঙ্গে বিচ্ছেদ কিংবা সন্তানকে নিয়ে মায়ের নিরাপদ আশ্রয়ের খোঁজ এখন ইউক্রেনের সাধারণ দৃশ্য।
এবি//এফএস