|| বিদেশ-বিভূঁই প্রতিবেদন ||
গেলো ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে করোনা ভাইরাসে মৃত্যু হয়েছে আরো ১০ হাজার ৮৫৪ জনের।
নতুন করে রোগী শনাক্ত হয়েছে ২৩ লাখ ৩ হাজার ৪০৬ জন। গতকালের তুলনায় মৃত্যু কমলেও বেড়েছে শনাক্ত।
শনিবার সকালে করোনা ভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী ১১ ফেব্রুয়ারি বিশ্বে ১০ হাজার ৬৫৪ জনের মৃত্যু এবং ২৩ লাখ ৮৯ হাজার ৬৬৬ জন আক্রান্ত হয়েছিলেন।
ওমিক্রনের কারণে ইউরোপ জুড়ে করোনার প্রকোপ কিছুটা কমে আসলেও ওই অঞ্চলের একাধিক দেশে বাড়ছে শনাক্ত।
এদিকে যুক্তরাষ্ট্রে মৃত্যু এখনও রয়েছে হাজারের ঘরেই। বিশ্বে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৭৪ কোটি ২৬ লাখ এক হাজার ২৮২ জন।
এবি//এফএস