||বিদেশ-বিভূঁই প্রতিবেদন||
প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ বেড়েই চলেছে। বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ২১ লাখ ৬৬ হাজার ৯১৬ জন। একই সময়ে চার হাজার ৬২৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে উঠেছেন ১৩ লাখ ১৫ হাজার ৬২৭ জন।
এ নিয়ে মহামারি শুরুর পর বিশ্বে করোনায় সংক্রমণ বেড়ে দাঁড়িয়েছে ৩৫ কোটি ১৯ লাখ ১৯ হাজার ৫০৪ জনে। মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫৬ লাখ ১৪ হাজার ৩৩৬ জনে। এছাড়া সেরে উঠেছেন মোট ২৭ কোটি ৯৬ লাখ ৮৪ হাজার ৪৮০ জন।
সোমবার সকাল সাড়ে ৮টায় করোনা ভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।
করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ১ লাখ ৯৭ হাজার ৩৭৪ জন। একই সময়ে মারা গেছেন ৫৭৪ জন।
এসএ//এফএস