|| বিদেশ-বিভূঁই প্রতিবেদন ||
করোনা মহামারিতে বিশ্বজুড়ে বেড়েছে দৈনিক মৃত্যুর সংখ্যা। আগের দিনের তুলনায় বেড়েছে নতুন শনাক্ত রোগীর সংখ্যাও।
গেলো ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৩শ’র বেশি মানুষ। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে পৌনে ৬ লাখ।
একদিনে সবচেয়ে বেশি শনাক্ত ও মৃত্যু ঘটেছে যুক্তরাষ্ট্রে। গেল ২৪ ঘণ্টায় নতুন করে ৩০৫ জনসহ এ পর্যন্ত করোনায় প্রাণ গেছে ১০ লাখ ৩৭ হাজার ৬৬৪ জনে। এছাড়া ২৪ ঘণ্টায় ৯৯ হাজার ১শ’ জনসহ এ পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ কোটি ৭৭ লাখ ৫৯ হাজার ১৮০ জনে।
সংক্রমণের দিক থেকে দ্বিতীয় অবস্থানে এবং মৃতের সংখ্যার দিক থেকে তৃতীয় অবস্থানে রয়েছে এশিয়ার দেশ ভারত। দেশটিতে গেলো ২৪ ঘণ্টায় নতুন করে ১৪ হাজার ৯০ জনসহ এ পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ কোটি ৩২ লাখ ৫৯ হাজার ৬০৭ জনে।
এদিকে, যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচি করোনায় আক্রান্ত হয়েছেন। ১৫ জুন ৮১ বছর বয়সী অ্যান্থনি ফাউচির করোনা শনাক্ত হয় বলে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ-এনআইএইচ জানিয়েছে।
এবি//এফএস