|| বঙ্গকথন প্রতিবেদন ||
রাজধানীর বিমানবন্দর স্টেশনে ট্রেনে কাটা পড়ে মো. আবদুল্লাহ (২৮) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
নিহত আবদুল্লাহ হোমিওপ্যাথিক কলেজের ছাত্র ছিলেন। সোমবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, রেললাইনের ওপর দিয়ে রাস্তা পার হওয়ার সময় কমলাপুর থেকে ছেড়ে যাওয়া কিশোরগঞ্জগামী একটি ট্রেনের নিচে কাটা পড়েন তিনি। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
জেটি//এফএস