|| বঙ্গকথন প্রতিবেদন ||
বর্ডার গার্ড বাংলাদেশের নতুন মহাপরিচালকের দায়িত্ব পেয়েছেন মেজর জেনারেল সাকিল আহমেদ।
বিজিবিতে যোগদানের আগে সাকিল আহমেদ সেনা সদর দপ্তরে বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন।
সীমান্ত রক্ষীবাহিনীতে তিনি মেজর জেনারেল মো. সাফিনুল ইসলামের স্থলাভিষিক্ত হচ্ছেন। যিনি ২০১৮ সালের মার্চে এ দায়িত্বে এসেছিলেন। অবসরের সময় ঘনিয়ে আসায় সাফিনুলকে বিজিবি থেকে সেনাবাহিনীতে ফিরিয়ে নেয়া হচ্ছে।
২ মার্চ অবসর প্রস্তুতিকালীন ছুটিতে যাচ্ছেন মেজর জেনারেল সাফিনুল। তবে বিজিবি মহাপরিচালক পদে এই পরিবর্তন দ্রুত কার্যকর হবে বলে ২৪ ফেব্রুয়ারি এক প্রজ্ঞাপনে জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে।
চলতি বছরের জানুয়ারিতে অ্যাডজুটেন্ট জেনারেলের দায়িত্ব পাওয়ার আগে মেজর জেনারেল সাকিল আহমেদ ১৯ পদাতিক ডিভিশনের জিওসি ছিলেন।
সেনাবাহিনীতে ৩৩ বছরের ক্যারিয়ারে ৯৯তম কম্পোজিট ব্রিগেডের কমান্ডার এবং প্রথম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কমান্ডিং অফিসারের দায়িত্বও সামলে এসেছেন তিনি।
এবি//এফএস