|| বিদেশ-বিভূঁই প্রতিবেদন ||
পূর্ব ইউক্রেনে রাশিয়া-সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের গোলার আঘাতে ১৯ ফেব্রুয়ারি দুই সেনা নিহত ও চারজন আহত হয়েছেন বলে দাবি করেছে ইউক্রেনের সেনাবাহিনী।
আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, এ সপ্তাহে বিচ্ছিন্নতাবাদীদের সাথে সরকারি বাহিনীর কয়েকবার সংঘর্ষ হয়ে। এতে ইউক্রেনে রুশ সামরিক অভিযান শুরুর শঙ্কা তৈরি হয়েছে।
তবে ইউক্রেনের বিরুদ্ধে বিচ্ছিন্নতাবাদীরা তাদের নিয়ন্ত্রিত এলাকায় গোলাবর্ষণের অভিযোগ তুলেছে। তারা বলেছে, ইউক্রেনের সেনাবাহিনী গোলা ছুড়লে তারা পাল্টা প্রতিক্রিয়া জানায়।
এদিকে ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ডেনিস মোনাস্টিরস্কি সিএনএনের একদল সাংবাদিককে সাথে নিয়ে পূর্ব ইউক্রেনের ফ্রন্টলাইনে যান। সেখানে তারা গোলার মুখে পড়লে একটি আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেয়া হয় তাদের।
সরকারি বাহিনী ও বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে টেনে দেয়া সীমান্ত রেখাজুড়ে চলতি সপ্তাহে গোলা বর্ষণের ঘটনা ক্রমশই বাড়ছে।
এবি//এফএস