|| বঙ্গকথন প্রতিবেদন ||
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিচারপতি এফ আর এম নাজমুল আহাসানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি সম্প্রতি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারক হিসেবে নিয়োগপ্রাপ্ত ছিলেন।
শুক্রবার এক শোক বার্তায় প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। এর আগে সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে মারা যান বিচারপতি নাজমুল আহাসান।
নাজমুল আহাসান ১৯৫৫ সালের ১৫ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। পরবর্তীতে তিনি বিএ (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি লাভের পর এলএলবি পাস করে আইন পেশায় যোগ দেন।
জেটি//এফএস