||বিদেশ- বিভূঁই প্রতিবেদন||
ভারতের পশ্চিমবঙ্গের মালদহে বাংলাদেশ সীমান্তের কাছে বিএসএফের এক জওয়ানের রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার সকালে বামনগোলা থানার খুটাদহ সীমান্তের জলাশয় থেকে ওই জওয়ানের মৃতদেহ উদ্ধার করা হয়।
সীমান্তে দায়িত্বপালনরত বিএসএফের এই জওয়ানের মরদেহ উদ্ধার ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা। বিএসএফের দাবি, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর ওই জওয়ানকে পাচারকারীরা পানিতে চুবিয়ে হত্যা করেছে। তবে এ ব্যাপারে বিএসএফের পক্ষ থেকে এখন পর্যন্ত থানায় কোনও অভিযোগ করা হয়নি।
মালদা পুলিশ জানিয়েছে, নিহতের নাম বিবেক তিওয়ারি (২৯)। তিনি উত্তরপ্রদেশের বাসিন্দা ছিলেন। বিএসএফের ১৫৯ নম্বর ব্যাটেলিয়নে কর্মরত ছিলেন । এ দিন সকাল ৬টা নাগাদ বামনগোলার খুটাদহ সীমান্তে হাঁড়িয়া জলাশয়ে তাকে পড়ে থাকতে দেখেন বিএসএফের সঙ্গী সদস্যরা। পরে তাকে উদ্ধার করে জোয়ানরা তাদের ক্যাম্পে নিয়ে গেলে সেখানকার মেডিকেল টিম তাকে মৃত বলে ঘোষণা করেন।
এবি//এফএস