|| বঙ্গকথন প্রতিবেদন ||
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির সাবেক সাংসদ মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
রোববার দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার প্রেক্ষিতে বিএনপির গঠনতন্ত্রের ৫-এর গ ধারা মোতাবেক প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃত আখতারুজ্জামান কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি এবং গেলো নির্বাচনে কিশোরগঞ্জ-২ আসনের বিএনপি প্রার্থী ছিলেন।
এবি//এফএস