|| বঙ্গকথন প্রতিবেদন ||
ঘুষ ছাড়া চাকরি, বেকার ভাতা চালুর দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ যুব ইউনিয়ন বগুড়া জেলা শাখা।
শনিবার বিকেল চারটার দিকে শহরের সাতমাথায় এ সমাবেশ হয়। বাংলাদেশ যুব ইউনিয়ন বগুড়া জেলা শাখার সভাপতি সাজেদুর রহমানের সভাপতিত্বে ও মামুনুর রহমানের সঞ্চালনায় সমাবেশে ৯ দফা দাবি তুলে ধরা হয়।
যুব ইউনিয়নের দাবিগুলো হচ্ছে ঘুষ ছাড়া চাকরির নিশ্চয়তা এবং নিয়োগ ও বদলিতে ঘুষ–বাণিজ্য বন্ধ করা; বেকার ভাতা চালু করা; করোনাকালে কর্মহীন ক্ষতিগ্রস্ত যুবকদের প্রণোদনা দেয়া; প্রবাসফেরত যুবকদের সরকারি উদ্যোগে কর্মস্থলে ফেরার ব্যবস্থা করা; সরকারি শূন্য পদে নিয়োগ দেয়া ও আউটসোর্সিং কমিশন বাণিজ্য বন্ধসহ আরো দাবি তুলে ধরা হয়।
এ সময় সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বগুড়া জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিন্নাতুল ইসলাম, বাংলাদেশ যুব ইউনিয়ন বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক শাহনিয়াজ কবির খান, সহসভাপতি অখিল পাল প্রমুখ।
জেটি//এফএস