|| বঙ্গকথন প্রতিবেদন ||
গেলো বছর গণতন্ত্রের সূচকে এক ধাপ এগিয়েছে বাংলাদেশ। ইকোনমিক ইনটেলিজেন্স ইউনিটের (ইআইইউ) পর্যালোচনায় এ তথ্য উঠে এসেছে।
বিশ্বের ১৬৫টি দেশ ও দুটি অঞ্চলের গণতান্ত্রিক পরিস্থিতি বিচার করে এ রিপোর্ট প্রকাশিত হয়। ২০২১ সালের সূচকে ৫ দশমিক ৯৯ স্কোর নিয়ে বাংলাদেশ চলতি বছর ৭৫তম স্থানে মিশ্র গণতন্ত্রের দেশের তালিকায় আছে বাংলাদেশ।
২০২০ সালে এই সূচকে একই স্কোর নিয়ে ৭৬তম স্থানে ছিল। তার আগের বছর অর্থাৎ ২০১৯ সালে ৫ দশমিক ৮৮ স্কোর নিয়ে বাংলাদেশের অবস্থান ৮০তম ছিল। একই সূচকে ২০১৮ সালে ৮৮তম স্থানে বাংলাদেশের স্কোর ছিল ৫ দশমিক ৫৭।
এবার পাঁচটি মানদণ্ড অনুসরণ করে তালিকাটি প্রকাশ করা হয়েছে। এগুলো হলো– নির্বাচন প্রক্রিয়া ও বহুদলীয় ব্যবস্থা, ফাংশনিং অব গভর্নমেন্ট বা সরকার পরিচালনা, রাজনৈতিক অংশগ্রহণ, রাজনৈতিক সংস্কৃতি এবং সিভিল লিবার্টিস বা নাগরিক অধিকার।
জেটি//এফএস