বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি হবে ৬.৯ শতাংশ: এডিবি

0 117

|| বানিজ্য-অর্থনীতি প্রতিবেদন ||

এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) জানিয়েছে, চলতি অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬ দশমিক ৯ শতাংশ হতে পারে। এছাড়াও আগামী ২০২২-২৩ অর্থবছর তা ৭ দশমিক ১ শতাংশ হতে পারে বলেও জানিয়েছে এ সংস্থাটি।

বুধবার আগারগাঁওয়ে এশীয় উন্নয়ন ব্যাংকের ঢাকা কার্যালয়ে ‘এশিয়ান ডেভলপমেন্ট আউটলুক ২০২২’র প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এমন পূর্বাভাস দেয় সংস্থাটি।

ভার্চুয়াল এ অনুষ্ঠানে এডিবির কান্ট্রি ডিরেক্টর এডিমন গিন্টিং বলেন, সরকারি ব্যয় বৃদ্ধি, বড় প্রকল্প বাস্তবায়ন; অভ্যন্তরীণ চাহিদা, কৃষি ও রপ্তানি এ প্রবৃদ্ধির পেছনে বড় নিয়ামক হিসেবে কাজ করবে। তবে এ সময় রেমিট্যান্স প্রবাহে স্থবিরতা মূল্যস্ফীতির চাপ বাড়ার শঙ্কার কথাও জানানো হয় প্রতিবেদনে।

এডিমন গিন্টিং আরো বলেন, বাংলাদেশ মধ্য আয়ের ফাঁদ এবং ঋণের ফাঁদে পরার সম্ভাবনা নেই। তবে আর্থিক ব্যবস্থাপনা, ঋণ ব্যবস্থাপনার ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে। একইসঙ্গে রাজস্ব আদায় বাড়াতে শুধু ভ্যাট নির্ভর হয়ে থাকলে চলবে না। কর জাল বাড়াতে হবে।

জেটি//এফএস

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More