|| সংস্কৃতির মঞ্চ প্রতিবেদন ||
বলিউডে খুব শিগগিরই অভিষেক হচ্ছে শাহরুখপুত্র আরিয়ান খানের।
শাহরুখ ভক্তরা অনেকেই ভেবেছিলেন হয়তো বাবার মতো বলিউডে অভিনয় করবেন আরিয়ান। তবে শাহরুখ জানিয়েছে, তার ছেলের অভিনয়ে মন নেই। সিনেমার নেপথ্যেই কাজ করতে চান তিনি।
ইতোমধ্যেই সেই কাজ শুরু করে দিয়েছেন আরিয়ান। বেশ কয়েকটি ছবির আইডিয়া নিয়ে চিত্রনাট্যের কাজ শুরু করেছেন তিনি। শাহরুখ আরিয়ানের লেখার প্রতি প্রেম নিয়ে কথা বলেন বরবারই। এবার পাকাপাকিভাবে বলিউডে চিত্রনাট্যকার, পরিচালক হিসেবে ডেবিউ করতে চলেছেন আরিয়ান খান।
শোনা যাচ্ছে, আরিয়ান অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম আমাজন প্রাইমের একটি ওয়েব-সিরিজ এবং একটি ফিচার ফিল্মের জন্য কাজ করছেন। মজার বিষয়, শাহরুখও এক সময় লেখালেখি করতে চেয়েছিলেন। কিন্তু অভিনয়ের জন্য তা আর করতে পারেননি। এবার বাবার অপূর্ণ ইচ্ছা ছেলে পূরণ করার দিকে এগোচ্ছেন।
এবি//এফএস