||বঙ্গকথন প্রতিবেদন||
জাতীয় সংসদের চলতি বছরের প্রথম অধিবেশন শুরু হলো। এটি একাদশ জাতীয় সংসদের ১৬তম অধিবেশন। রোববার বিকেল ৪টায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এ অধিবেশন শুরু হয়।
নিয়মানুযায়ী বছরের প্রথম অধিবেশনের শুরুর দিন সংসদে ভাষণ দেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
রাষ্ট্রপতির ভাষণের পর সংসদ সদস্যরা ওই ভাষণের ওপর আনার ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনা করেন। অধিবেশনের শুরুতে স্পিকার প্রথমে সভাপতিমণ্ডলী মনোনয়ন করেন। এ অধিবেশনে সভাপতিমণ্ডলীর সদস্যরা হলেন- আব্দুল শহীদ, এবি তাজুল ইসলাম, মনজুর হোনের, মুজিবুল হক চুন্নু ও পারভীন হক সিকদার।
স্পিকার-ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে এদের মধ্যে নামের অগ্রবর্তী ভিত্তিতে অধিবেশনে সভাপতিত্ব করবেন।
সভাপতিমণ্ডলীর মনোনয়নের পর স্পিকার শোক প্রস্তাব উত্থাপন করেন।
সাবেক সংসদ সদস্য আফসার উদ্দিন আহমদ খান, জয়নাল আবদিন হাজারী, মোহাম্মদ হানিফ, সাবেক পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য ভাষা সৈনিক গোলাম হাসনায়েন নান্নু, সাবেক সংসদ সদস্য চৌধুরী আকমল ইবনে ইউসুফ, মো. আহাদ মিয়া এবং শাহাদত হোসেন চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করা হয়।
এসএ//এফএস