|| বঙ্গকথন প্রতিবেদন ||
করোনার নানা বিধিনিষেধে বগুড়ায় শেষ হলো ৯ দিনব্যাপী অমর একুশে বইমেলা। জেলার দুই বিশিষ্টজনকে পুন্ড্র পদক তুলে দেয়ার মধ্য দিয়ে মেলার কার্যক্রম শেষ হচ্ছে আজ।
এর আগে ২০ ফেব্রুয়ারি সাংস্কৃতিক জোটের আয়োজনে সাতমাথা সংলগ্ন শহীদ খোকন পার্কে এ মেলার শুরু হয়। মেলায় বইয়ের স্টল ছাড়াও অন্যান্য আরো স্টল ছিলো।
আয়োজক সংগঠন সাংস্কৃতিক জোটের সভাপতি তৌফিক হাসান ময়না জানান, মেলায় ৭০টির মতো স্টল ছিলো। এবার বইয়ের স্টলগুলোতে প্রায় ৫ লক্ষাধিক টাকার বই বিক্রি হয়েছে।
সোমবার রাতে সমাপনী অনুষ্ঠানে তাদের হাতে তুলে দেয়া হবে পুন্ড্র পদক, ক্রেস্ট ও সনদ। এবার সঙ্গীতে শওকত হায়াত খান ও সমাজ সেবায় ডা. সামির হোসেন মিশুকে পুন্ড্র পদকের জন্য নির্বাচিত করেছেন আয়োজকরা।
জেটি//এফএস