|| বঙ্গকথন প্রতিবেদন ||
বগুড়ায় চাইনিজ রেস্তোরাঁয় অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে ৫ নারীকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের মাটিডালি বিমান মোড় এলাকার সান সাইন রেস্তোরাঁ থেকে তাদের গ্রেফতার করা হয়।
তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে হোটেলের ম্যানেজার পালানোয় তাকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। গ্রেফতার ৫ জন নারীর বাড়ি নওগাঁ, খুলনা, বাগেরহাট, গাজীপুর ও কুমিল্লা জেলায়।
বগুড়া সদর থানা পুলিশ জানায়, ৯৯৯ এ অভিযোগের ভিত্তিতে শহরের সান সাইন চাইনিজ রেস্তোরাঁয় অভিযান চালানো হয়। ওই সময় অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে ৫ জন নারীকে গ্রেফতার করা হয়। সোমবার সকালে তাদের আদালতে পাঠানো হয়।
জেটি//এফএস