|| বঙ্গকথন প্রতিবেদন ||
দেশীয় উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য সামগ্রীর প্রচার-প্রসার ও বিক্রয়ের লক্ষ্যে বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতাল মাঠে তাঁত বস্ত্র ও কুটির শিল্প মেলার আয়োজন করা হয়েছে।
সোমবার বিকেলে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী।
বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়ন, বগুড়া কালেক্টরেট কর্মচারী কল্যাণ সমবায় সমিতি লিমিটেড ও বাংলাদেশ সরকারী কর্মচারী পরিষদ জেলা প্রশাসকের কার্যালয় বগুড়া এর যৌথ উদ্যোগে মনিপুরী তাঁতী শিল্প জামদানি বেনারসি কল্যাণ ফাউন্ডেশন সার্বিক ব্যবস্থাপনায় মাসব্যাপী মেলা চলবে।
উদ্বোধনী আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, অতিরিক্ত জেলা মাজিস্ট্রেট সালাউদ্দিন আহমেদ, বগুড়া পৌরসভার প্যানেল মেয়র আলহাজ্ব শেখ, বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি সাজেদুর রহমান শাহীনসহ উপস্থিত ছিলেন আরো অনেকে।
উদ্বোধনী আলোচনা সভা শেষে বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের দূর্ঘটনায় আহত ৪০ সদস্যকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
এবি//এফএস