|| খেলার মাঠ প্রতিবেদন ||
বগুড়ায় মাসব্যাপী অনুর্দ্ধ ১৫ ফুটবল প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার বিকেল ৪ টার দিকে বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন স্টেডিয়ামে সোনালী অতীত ফুটবল ক্লাব বগুড়ার সার্বিক তত্ত্বাবধানে এ প্রশিক্ষণ শিবিরের (আবাসিক) উদ্বোধন হয়েছে।
এ সময় সোনালী অতীত ক্লাব বগুড়া সহ সভাপতি ডাঃ সামির হোসেন মিশুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মিলন সিআইপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সভাপতি সুলতান মাহমুদ খান রনি, সাবেক সভাপতি খাজা আবু হায়াত হিরু। আরো উপস্থিত ছিলেন— সোনালী অতীত ক্লাবের সভাপতি শেখ আকতার হোসেন হিরু, সাধারণ সম্পাদক, নুরুল বাসার চন্দ্রন, যুগ্ম সম্পাদক— শফিকুল ইসলাম বাবু প্রমুখ। বগুড়া জেলার বিভিন্ন উপজেলা থেকে ৩০ জন প্রশিক্ষণার্থী এই ক্যাম্পে অংশগ্রহণ করছে। ক্যাম্পের প্রধান কোচ এর দ্বায়িত্ব পালন করছেন সংস্থার সভাপত শেখ আতার হোসেন হিরু।
জেটি//এফএস