|| উপজেলা প্রতিবেদক,শেরপুর, বগুড়া ||
বগুড়ার শেরপুর উপজেলায় ভূয়া ব্যারিস্টার পরিচয় দিয়ে প্রতারণা করে বিভিন্নজনের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে মোজাম্মেল হক ওরফে রানা (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় তার সহযোগী রঞ্জু মণ্ডলকেও (৩৪) গ্রেফতার করা হয়।
মঙ্গলবার রাত আটটার দিকে শেরপুর পৌর শহরের রেজিস্ট্রি অফিস বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। মোজাম্মেল হক নাটোর জেলার সিংড়া থানার সোযাইড় বালাল গ্রামের বাসিন্দা। তার সহযোগী রঞ্জু মণ্ডলের বাড়ি শেরপুর উপজেলার জয়নগর গ্রামে।
পুলিশ জানায়, ব্যারিস্টার নামে মিথ্যা পরিচয় দিয়ে জমিজমার কাজ করে অনেকের কাছ থেকে অর্থ হাতিয়ে নিতেন মোজাম্মেল হক ওরফে রানা। এ কাজে রঞ্জু মণ্ডল তাকে সহযোগিতা করতেন।
শেরপুর থানার পুলিশ উপপরিদর্শক (এসআই) সাচ্চু বিশ্বাস বলেন, গ্রেফতার দুজন বিভিন্ন জনের কাছ থেকে লক্ষাধিক টাকা নিয়েছেন। তার গ্রেফতারের খবর শুনে উপজেলার বিভিন্ন গ্রামের আরও পাঁচজন থানায় এসে জানিয়েছেন, প্রতারণা করে তাদের কাছ থেকেও লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন তিনি। এছাড়া তার বিরুদ্ধে নাটোরের সিংড়া থানায় প্রতারণার অভিযোগে একটি ও মারামারির ঘটনায় তিনটি মামলা রয়েছে। দুটি মামলায় গ্রেফতারি পরোয়ানাও রয়েছে।
শেরপুর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম বলেন, মঙ্গলবার রাতে ভুয়া ব্যারিস্টার ও তার সহযোগীর নামে মামলা করা হয়। মামলায় গ্রেফতারের পর বুধবার বিকেলে আদালতের মাধ্যমে তাদের বগুড়ার কারাগারে পাঠানো হয়।
জেটি//এফএস