|| বঙ্গকথন প্রতিবেদন ||
বগুড়া সদরে ছয় তলা ভবনের রেলিংয়ের অংশ ভেঙ্গে পারুল (৪২) নামে এক গৃহকর্মীর মাথায় পড়ায় মৃত্যু হয়েছে তার। নিহত পারুল ওই ভবনের এক মেসে গৃহকর্মীর কাজ করতেন।
সোমবার সন্ধ্যা ৬ টার দিকে শহরের টিনপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। ভবনটির মালিকের নাম মাহমুদ হাসান পিন্টূ।
এ বিষয়ে বগুড়া সদর ফাঁড়ির এস আই খোরশেদ আলম জানিয়েছেন, সন্ধ্যায় কাজ শেষে পারুল মাহমুদ হাসানের ভবন থেকে বের হয়ে বাড়ি যাচ্ছিলেন। ভবনের মূল গেটের সামনে এলে পারুলের উপর ছাদের রেলিং ভেঙ্গে পড়ে। স্থানীয়রা তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার বিষয়ে বগুড়া সদর থানার ওসি সেলিম রেজা জানান, বিষয়টি পুলিশ পর্যবেক্ষণ করছে। পরে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে।
জেটি//এফএস