|| উপজেলা প্রতিবেদক, শিবগঞ্জ, বগুড়া ||
বগুড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে শহিদুল ইসলাম (৫৫) নামে এক ট্রাক শ্রমিক নেতা নিহত হয়েছেন।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে শিবগঞ্জের কিচক বন্দর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শহিদুল ইসলাম কিচকের বেলাই কেকাড় পাড়া এলাকার মৃত আফাজ উদ্দীনের ছেলে এবং আন্তঃজেলা ট্রাক সমবায় সমিতি কিচক বন্দর শাখার সেক্রেটারি ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে সংগঠনে দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দ্বন্দ্ব চলছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় কিচক বন্দর এলাকায় সংগঠনের পক্ষ থেকে মিটিংয়ের আয়োজন করা হয়। সেখানে সংগঠনের সেক্রেটারি শহিদুল ইসলাম গেলে দুর্বৃত্তরা তাকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিলে রাত পৌণে ৯টার দিকে শহিদুল মারা যান।
শিবগঞ্জ থানার ওসি দীপক কুমার দাস জানান, সংগঠনের দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যার ঘটনা ঘটেছে। মরদেহ হাসপাতালের মর্গে আছে। জড়িতদের দ্রুত গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।
জেটি//এফএস