|| বঙ্গকথন প্রতিবেদন ||
বগুড়ায় ট্রেনে নিচে ঝাঁপ দিয়ে মনিষা রহমান স্বর্ণা (১৬) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। সোমবার দুপুর পৌনে ১২টায় শহরের আকাশতারা এলাকার রেললাইনে এ ঘটনা ঘটে। নিহত স্কুল ছাত্রী পাশের নারুলী ধাওয়াপাড়া এলাকার মোহাম্মাদ সোহেলের মেয়ে। সে চেলোপাড়া নাইট স্কুলের নবম শ্রেণির ছাত্রী।
স্বর্ণার স্বজনরা জানান, স্বর্ণার মানসিক সমস্যা ছিল। সংসারের কাজ বেশি করার কারণে সকালে মায়ের উপর অভিমান করে আকাশতারা এলাকায় এসে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে।
নারুলী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, লালমনিরহাট থেকে বগুড়াগামী দোঁলনচাপা এক্সপ্রেস ট্রেনটি আকশতারা এলাকা অতিক্রমের সময় মনিষা ট্রেনের নিচে ঝাঁপ দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
জেটি//এফএস