|| বঙ্গকথন প্রতিবেদন ||
বগুড়ায় ট্রেনে কাটা পড়ে মনিষা রহমান স্বর্ণা (১৬) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার দুপুর পৌনে ১২টায় শহরের আকাশতারা এলাকার রেললাইনে এ ঘটনা ঘটে।
নিহত স্কুল ছাত্রী পাশের নারুলী ধাওয়াপাড়া এলাকার মোহাম্মাদ সোহেলের মেয়ে। সে চেলোপাড়া নাইট স্কুলের নবম শ্রেণির ছাত্রী। নারুলী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক শহিদুল ইসলাম জানান, লালমনিরহাট থেকে বগুড়াগামী দোঁলনচাপা এক্সপ্রেস ট্রেনটি আকশতারা এলাকা অতিক্রমের সময় মনিষা ট্রেনের নিচে পড়েন। এতে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
জেটি//এফএস