|| বঙ্গকথন প্রতিবেদন ||
বগুড়ায় পাথর বোঝাই ট্রাকের চাপায় সাদ্দাম হোসেন বাবু (৩৮) নামে এক যুবক নিহত হয়েছেন৷ নিহত বাবু পেশায় ব্যবসায়ী ছিলেন এবং শহরের সুলতানগঞ্জ পাড়ার মোস্তাকিন খানের ছেলে।
শুক্রবার বিকেল সাড়ে ৩ টার দিকে সদর উপজেলার নওদাপাড়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, বাবু তার সহযোগী আলিফের সাথে মোটরসাইকেলে ঠেংগামারা থেকে শহরের দিকে ফিরছিলেন৷ ওই সময় একটি প্রাইভেট কার তাদের ধাক্কা দেয়। এতে বাবু মহাসড়কের ছিঁটকে পড়েন। তখনই বগুড়াগামী একটি পাথর বোঝাই ট্রাক তার মাথার উপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই বাবু মারা যায়।
বগুড়া সদর থানার ওসি সেলিম জানান, ঘটনাস্থলে পুলিশ পৌঁছানোর আগে পরিবারের সদস্যরা মরদেহ নিয়ে গেছে। তবে পরিবারের সদস্যরা অভিযোগ করলে আইনি ব্যবস্থা নেয়া হবে৷
জেটি//এফএস