|| বঙ্গকথন প্রতিবেদন ||
বগুড়ায় অপহরণ মামলার সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে নারায়নগঞ্জ জেলাধীন রুপগঞ্জ থানা ডহুরগাঁও এলাকা থেকে বগুড়া সদর থানা পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি রবিন ফকিরকে (২০) গ্রেফতার করা হয়।
রবিন বগুড়ার মানিকচক উত্তরপাড়া এলাকার মোঃ আব্দুল কাদেরের ছেলে। এর আগে বগুড়া সদর থানাধীন মানিকচক এলাকার মোঃ আজিজার রহমান এর মেয়ে আতোয়ারাকে অপহরণ করে রবিন। এ ঘটনায় ভিকটিমের পিতা মোঃ আজিজার রহমান বাদি ২০১২ সালে ২ জানুয়ারি নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। ওই মামলায় আদালত রবিনকে যাবজ্জীবন সাজা প্রদান করেন। দীর্ঘদিন পলাতক থাকার পর পুলিশ গ্রেফতারী পরোয়ানামূলে রবিনকে গ্রেফতার করে। আসামিকে আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে।
জেটি//এফএস