||বঙ্গকথন প্রতিবেদন||
৫ম ধাপের ইউপি নির্বাচনে বগুড়ার পাঁচ উপজেলার ২২ টি ইউনিয়নে চলছে ভোট গ্রহণ। বুধবার সকাল ৮ টা থেকেই ভোট প্রদানের জন্য নারী-পুরুষের ভীড় লক্ষ্য করা যাচ্ছে কেন্দ্র গুলোতে।

বগুড়া গাবতলী উপজেলার ৯ টি, আদমদীঘির ৬ টি, দুপচাঁচিয়া উপজেলার ৫ টি, সদর ও শেরপুর উপজেলার ১ টি করে ২২ টি ইউনিয়ন পরিষদে আজ ভোট প্রদানের সুযোগ পাবেন ৪ লাখ ৮৯ হাজার ২৩ জন ভোটার। ভোট গ্রহণ চলছে ২৪১ টি ভোট কেন্দ্রে।
এই ২২টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ২৫০ জন, সাধারণ সদস্য ১৬৩৪ এবং সংরক্ষিত সদস্য পদে ৬১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সুষ্ঠু ভোট গ্রহণের জন্য প্রতিটি ইউনিয়নে একজন করে নির্বাহি ম্যাজিষ্ট্রেট এর নেতৃত্বে র্যাব, পুলিশ, আনসার সদস্যসহ আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন বলে জানান রিটার্নিং কর্মকর্তা মাহবুব আলম শাহ্।
বিকাল ৪ টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ।
এসএ//আরজে