|| বিদেশ-বিভূঁই প্রতিবেদন ||
ইংলিশ চ্যানেলে রাশিয়ার একটি কার্গো জাহাজ আটক করা হয়েছে বলে জানিয়েছে ফ্রান্সের নৌবাহিনী।
জাহাজটি রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরের উদ্দেশ্যে যাত্রা করছিল। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে এ তথ্য জানা গেছে। শনিবার সকালে বাল্টিক লিডার নামের ৪১৬ ফুট দীর্ঘ ওই বাণিজ্যিক জাহাজটি আটক করা হয়। বাণিজ্য নিষেধাজ্ঞার অংশ হিসেবে রাশিয়ার বিরুদ্ধে প্রথম এ ধরণের পদক্ষেপ নিলো ফ্রান্স।
ফরাসি কর্মকর্তারা জানিয়েছেন, রাশিয়ার ওপর ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার আওতায় ওই জাহাজটি আটক করা হয়। মূলত ওই জাহাজে গাড়ি বহন করা হচ্ছিল।
এদিকে ওই জাহাজ আটকের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে রাশিয়া। ফ্রান্সে অবস্থিত রাশিয়ার দূতাবাস এ বিষয়ে ফরাসি কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা চেয়েছে।
এবি//এফএস