|| বঙ্গকথন প্রতিবেদন ||
প্রায় দেড় মাস বন্ধ থাকার পর আজ থেকে শুরু হয়েছে প্রাথমিক বিদ্যালয়ে সশরীরে পাঠদান কর্মসূচি। প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের ক্লাস হবে প্রতিদিন।
প্রাক্-প্রাথমিকের শিক্ষার্থীদের আপাতত বিদ্যালয়ে আসা বন্ধ থাকছে। আরো কিছুদিন করোনা পরিস্থিতি পর্যবেক্ষনের পর তাদের বিদ্যালয়ে আনা হবে।
বুধবার থেকে শুরু হচ্ছে প্রাথমিক স্তরের প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শ্রেণিকক্ষে পাঠদান। তবে, করোনার ক্ষতি পোষাতে এ বছর প্রাথমিকের ক্লাস চলবে ২০ রমজান পর্যন্ত। ২১ রমজান থেকে শুরু হবে ঈদুল ফিতরের ছুটি। ঈদের ছুটি শেষে আবার যথারীতি ক্লাস শুরু হবে। আর প্রাক-প্রাথমিকে ক্লাস শুরু হবে এর দুই সপ্তাহ পর।
এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, এবার প্রাথমিকে স্বাভাবিক শ্রেণি কার্যক্রমে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দেয়া হয়েছে। শিক্ষার্থীদের মাস্ক পরানো বাধ্যতামূলক। বিষয়টি শিক্ষক ও অভিভাবকরা নিশ্চিত করবেন।
এবি//এফএস