|| সংস্কৃতির মঞ্চ প্রতিবেদন ||
সিয়াম ও পূজা চেরির একের পর এক অর্জন ধরা দিচ্ছে তাদের জীবনে। ক’দিন আগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘরে তুললেন তারা। এরপর রোজার ঈদে সিয়াম আহমেদ ও পূজা চেরি অভিনীত বহুল প্রতিক্ষিত ছবি ‘শান’ ৩৪টি হলে মুক্তি পেয়েছে। সিনেমাটির প্রশংসায় ভাসছেন সংশ্লিষ্টরা।
এরইমধ্যে সোমবার সন্ধ্যায় ‘শান’ চলচ্চিত্রের জনপ্রিয় গান ‘ও দয়াল’ এর রিমিক্স ভার্সন প্রকাশ পেয়েছে। পূজা চেরির দারুণ পারফরম্যান্স ও ঐশীর গায়কীতে এরই মাঝে দর্শকদের প্রিয় গানে পরিণত হয়েছে ‘ও দয়াল’।
সিনেমা মুক্তির পর নতুন করে রিমিক্স ভার্সন তৈরির কারণ জানতে চাইলে সংগীত পরিচালক আলভী আল বিরুনী জানান, নিজের মতো করে নতুন এক আঙ্গিকে গানটিকে দর্শকদের উপহার দিতেই তার এই উদ্যোগ।
এছাড়াও তিনি বলেন, আগামী এক সপ্তাহের মধ্যেই নতুন আঙ্গিকে টাইটেল সং ‘আমি শান’ গানটির রিমিক্স প্রকাশ পেতে যাচ্ছে। যেটিতে কণ্ঠ দিয়েছেন মীযান ভাই। গানটিতে সুরের অনেক ভ্যারিয়েশন থাকবে। মীযান ভাই’র রক স্টাইলের সাথে আমার ইলেক্ট্রনিক্স মিউজিকের মিশ্রণে তৈরি গানটি আশা করি সবার ভালো লাগবে।
জেটি//এফএস