|| বিদেশ-বিভূঁই প্রতিবেদন ||
প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আবার রুশ সাম্রাজ্যের সীমানায় ফিরে যেতে চান বলে পশ্চিমা দেশগুলোর দাবি নাকচ করে দিয়েছে মস্কো।
প্রেসিডেন্ট পুতিন মস্কোয় আজারবাইজানের প্রেসিডেন্ট এলহাম আলিয়েভের সাথে এক বৈঠকে এ তথ্য জানান।
২১ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেস্ক ও লুহানস্ক অঞ্চলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার পর পশ্চিমা দেশগুলো ওই অভিযোগ করেছিল।
ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী অ্যালেক্সি রুজনিকভ ২২ ফেব্রুয়ারি এক বিবৃতিতে দাবি করেন, তার দেশের দুটি প্রজাতন্ত্রকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে প্রসিডেন্ট পুতিন সোভিয়েত ইউনিয়নকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে অগ্রসর হয়েছেন।
সোভিয়েত ইউনিয়ন ছিল একটি একদলীয় সমাজতান্ত্রিক দেশ। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনে ১৫টি নতুন প্রজাতন্ত্র গঠিত হয়।
এবি//এফএস