||বিদেশ-বিভুঁই প্রতিবেদন||
ইউক্রেন নিয়ে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাড়ছে উত্তেজনা। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন নতুন করে হুঁশিয়ারি দিয়েছেন।
তিনি বলেছেন, যদি রাশিয়া ইউক্রেনকে আক্রমণ করে তাহলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিষেধাজ্ঞা দিতে পারে যুক্তরাষ্ট্র।
বুধবার সংবাদ মাধ্যম তিনি বলেন, রাশিয়া ইউক্রেনে আক্রমণ করলে পুতিনের ওপর ব্যক্তিগত নিষেধাজ্ঞার কথা বিবেচনা করবে হোয়াইট হাউস।
ইউক্রেন ইস্যুতে রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা দেশগুলোর কঠোর অবস্থানের মধ্যেই এমন মন্তব্য করলেন বাইডেন।
যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর অভিযোগ, ইউক্রেনে সামরিক অভিযান চালানোর পরিকল্পনা করছে রাশিয়া। এ অভিযান চালানোর জন্য ইউক্রেন সীমান্তবর্তী এলাকায় প্রায় এক লাখ সেনা মোতায়েন করেছে মস্কো। তবে পশ্চিমা দেশগুলোর অভিযোগ বরাবরই অস্বীকার করছে রাশিয়া।
এবি//এফএস