|| বঙ্গকথন প্রতিবেদন ||
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার দূর্গাপুর ইউনিয়নে অভিযান চালিয়ে কামরুল হাসান সজল (৩২) নামে এক যুবককে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
এ সময় তার কাছে থেকে ৩৮ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
মঙ্গলবার সকালে তাকে বিচারিক আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতার সজল লক্ষ্মীনারায়ণপুর গ্রামের আবদুল মোতালেবের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিনগত রাত সাড়ে ১০টার দিকে বেগমগঞ্জ উপজেলা দূর্গাপুর ইউনিয়নের অভিযান চালায় গোয়েন্দা পুলিশের একটি দল।
অভিযানকালে এলাকার চিহ্নিত মাদক কারবারি সজলকে গ্রেপ্তার করে তার দেখানো জায়গা থেকে ৩৮ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম বলেন, সজল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত। মদ উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় মামলা করা হয়েছে।
এবি//এফএস