|| বঙ্গকথন প্রতিবেদন ||
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা কমিশনের শেষ অফিস হবে আগামীকাল সোমবার বেলা ১১টায়। এসময় কমিশন নির্বাচন ভবনের লেকভিউ চত্বরে শেষ কার্যদিবসে বিদায়ী সংবাদ সম্মেলন করবে।
রোববার নির্বাচন কমিশনের যুগ্ম সচিব (জনসংযোগ) এস এম আসাদুজ্জমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
২০১৭ সালের ১৫ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সাবেক আমলা কে এম নূরুল হুদাকে সিইসি করে নির্বাচন কমিশন অনুমোদন করেন। কমিশনে মাহবুব তালকুদার, রফিকুল ইসলাম, কবিতা খানম ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরীকে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি। এ কমিশনের অধীনেই একাদশ জাতীয় সংসদ নির্বাচন, রাষ্ট্রপতি নির্বাচন, সব সিটি করপোরেশন, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন হয়।
জেটি//এফএস