|| বঙ্গকথন প্রতিবেদন ||
সিন্দুক ভেঙে প্রত্যাশিত অর্থ না পাওয়ায় নিলামে তোলা হয়েছে ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সাতটি গাড়ি।
শনিবার প্রতিষ্ঠানটির বর্তমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরীর বাড়িতে এসব গাড়ি দেখতে ভিড় করছেন ক্রেতারা।
সাউথ পয়েন্ট স্কুলের সঙ্গে নির্মাণাধীন বাড়িটিতেই আগামী ১০ ফেব্রুয়ারি চূড়ান্ত নিলাম হওয়ার কথা ছিল। নিলাম সুবিধা বিবেচনায় ধানমন্ডিতে ইভ্যালির অফিসে তা অনুষ্ঠিত হবে।
তবে গাড়িগুলো প্রদর্শনের জন্য ৫ ও ৬ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের বাড়িতেই রাখা হচ্ছে।
নিলামে অংশগ্রহণে আগ্রহীরা ৬ থেকে ৯ ফেব্রুয়ারির মধ্যে অফিস চলাকালীন ইভ্যালির প্রধান কার্যালয় থেকে ৫ হাজার টাকা পরিশোধ করে নিলাম কার্ড সংগ্রহ করতে পারবেন।
এবি//এফএস