|| বিদেশ-বিভূঁই প্রতিবেদন ||

প্রয়াত হলেন উপমহাদেশের প্রখ্যাত কাটুনিস্ট নারায়ণ দেবনাথ। মঙ্গলবার সকাল সোয়া ১০টা নাগাদ ৯৭ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
একটানা ২৫ দিন কলকাতার বেলভিউ হাসপাতালে ভর্তি নারায়ন দেবনাথের ছিল বয়সজনিত একাধিক সমস্যা।
কার্টুনিস্ট নারায়ণ দেবনাথ ১৯২৫ সালে হাওড়ার শিবপুরে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই শিল্পের প্রতি অনুরাগ একসময় হয়ে ওঠে তাঁর পরিচিতি। গেল শতকের পঞ্চাশের দশক থেকেই তাঁর আঁকার সাথে পরিচয় হয় বাঙালি পাঠকের।
তাঁর অমর সৃষ্টিগুলোর মাঝে রয়েছে ‘বাটুল দি গ্রেট’, ‘হাঁদা ভোঁদা’, ‘নন্টে ফন্টে’, ‘বাহাদুর বেড়াল’ ইত্যাদি। ভারতের পদ্মশ্রী এবং বঙ্গবিভূষণ পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি।
এসএস//এফএস