|| সংস্কৃতির মঞ্চ প্রতিবেদন ||
বাংলা চলচ্চিত্রের নায়করাজ রাজ্জাকের ৮০তম জন্মদিন আজ। ১৯৪২ সালের ২৩ জানুয়ারি কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি।
বিশেষ এ দিনে প্রয়াত রাজ্জাকের ছোট ছেলে সম্রাট রাজ পরিবারের পক্ষ থেকে নায়কের ব্যবহৃত ব্লেজার, চশমা, পাঞ্জাবি ও ক্যাপ বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মিউজিয়ামে হস্তান্তর করেন।
সম্রাট জানান, পরিবারের পক্ষ থেকে ফিল্ম আর্কাইভ মিউজিয়ামের জন্য আব্বুর ব্যবহৃত কিছু সামগ্রী দিয়েছি। আর্কাইভের এই উদ্যোগটি বেশ প্রশংসনীয়।
কলকাতার থিয়েটারে অভিনয় শুরু করা রাজ্জাক নায়ক হিসেবে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন জহির রায়হানের ‘বেহুলা’ ছবিতে। প্রযোজক ও পরিচালক হিসেবেও সফল ছিলেন তিনি। ২০১৭ সালের ২১ আগস্ট পৃথিবী থেকে বিদায় নিয়েছেন নায়করাজ রাজ্জাক।
এবি//এফএস