|| বঙ্গকথন প্রতিবেদন ||
বেসরকারি গণমাধ্যম একাত্তর টেলিভিশনের এক নারী গণমাধ্যমকর্মীর অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
এ ঘটনায় জড়িত সজীব ও নুরুকে নরসিংদী ও চট্টগ্রাম থেকে গ্রেফতার করা হয়।
শনিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান জোনের উপকমিশনার মো. আসাদুজ্জামান বলেন, সজীব মিয়া তার নিজস্ব ব্লগে ওই গণমাধ্যমকর্মীর ৩২ সেকেন্ডের একটি অশ্লীল ভিডিও আপলোড করে প্রচার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সজীব অভিযোগকারীর ছবি ব্যবহার করে অশ্লীল ভিডিও তার ব্লগে প্রচারের সত্যতা স্বীকার করে।
এ ঘটনায় অপর আসামি নুর হোসাইন নুরুকেও গ্রেফতার করা হয় চট্টগ্রামের হালিশহর থেকে। নুরু হালিশহর থানা যুবদলের নেতা। এ সময় তার কাছ থেকে জব্দ হওয়া ফোনে ভিডিও আপলোডের সত্যতা পায় পুলিশ।
এ ঘটনায় আরো কেউ জড়িত আছে কিনা সে বিষয়ে আসামিদের স্বীকারোক্তি নিয়ে খুঁজে বের করা হবে বলে জানায় পুলিশের এ কর্মকর্তা।
জেটি//এফএস