|| বঙ্গকথন প্রতিবেদন ||
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পুলিশের পিকআপ খাদে পড়ে দুই উপ-পরিদর্শক (এসআই) নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় উপজেলার দত্তপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- গোপালগঞ্জের ভাটপাড়া এলাকার ইউসুফ আলীর ছেলে শরীফুল ইসলাম এবং ফরিদপুরের ভাংগার মুনসুরাবাদ এলাকার কাজী নুরুল ইসলামের ছেলে কাজী সালেহ আহমেদ।
সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান জানান, পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে দুইজন এসআই শরীফুল ইসলাম ও সালেহ আহমেদ নিহত হয়েছেন। তারা উভয়ই সোনারগাঁও থানায় এসআই পদে কর্মরত ছিলেন।
জেটি//এফএস