||বঙ্গকথন প্রতিবেদন||
বরাবরের মতো আবারো সেলিনা হায়াৎ আইভীর ওপরই আস্থা রাখলেন নারায়ণগঞ্জবাসী। তিনি প্রায় ৬৫ হাজার ভোটের ব্যবধানে নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকারকে পরাজিত করেছেন। এ নিয়ে পরপর তিনবার নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হলেন আইভী।
রোববার ভোট গণনা শুরুর পর থেকে আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভীর এগিয়ে থাকার খবর আসতে থাকে। দ্বিগুন ভোটে এগিয়ে ছিলেন তিনি।
ভোটগ্রহণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তার দপ্তর থেকে ঘোষিত বেসরকারিভাবে সেলিনা হায়াৎ আইভীকে মেয়র ঘোষণা করা হয়। তখন রাস্তায় উচ্ছ্বসিত হাজারো মানুষ ‘আইভী’ আর ‘নৌকা নৌকা’ বলে স্লোগান দিচ্ছিলেন। একের পর এক কেন্দ্রের ফল ঘোষণা হচ্ছিল আর প্রতিদ্বন্দ্বীর সঙ্গে আইভীর ব্যবধান বাড়ছিল। বাড়ছিল জনতার উচ্ছ্বাস।
মোট ১৯২টি কেন্দ্রের মধ্যে আওয়ামী লীগ মনোনীত আইভী নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ১ লাখ ৪৯ হাজার ১৬৭ ভোট। অপরদিকে হাতি প্রতীকে তৈমূর পেয়েছেন ৮৫ হাজার ১২৯ ভোট।
এর আগে ২০১১ সালে সিটি করপোরেশনের প্রথম নারী মেয়র নির্বাচিত হন আইভী।
এসএ//এফএস