|| বঙ্গকথন প্রতিবেদন ||
নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চন ব্রিজ এলাকায় সমো মার্কেটের সামনে ট্রাকের ধাক্কায় মো. সবুজ (২২) নামে এক সিএনজিচালক নিহত হয়েছেন।
রোববার সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সবুজ নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার ইছাপুর বাজার এলাকার মো.তোতা মিয়ার ছেলে। সবুজ দুজন যাত্রী নিয়ে গাউছিয়া যাওয়ার পথে কাঞ্চন ব্রিজ এলাকায় পৌঁছালে একটি বেপরোয়া গতির ট্রাক তার সিএনজিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে বলে জানান নিহতের ভাই শরীফ। হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
এবি//এফএস