|| বঙ্গকথন প্রতিবেদন ||
অর্থ আত্মসাতের মামলায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার বিকেলে আদালতের নির্দেশনার পর তাদের গ্রেপ্তার করে শাহবাগ থানা পুলিশ।
গ্রেপ্তাররা হলেন- রেহানা রহমান, এম এ কাশেম, মোহাম্মদ শাহজাহান ও বেনজীর আহমেদ।
এর আগে, আদালতে আত্মসমর্পণ করে আগাম জামিন আবেদন করেন তারা। তবে হাইকোর্ট তাদের এ আবেদন সরাসরি খারিজ করে দেয়। সেই সাথে শাহবাগ থানাকে তাদের গ্রেপ্তার করে ২৪ ঘণ্টার মধ্যে বিচারিক আদালতে সোপর্দের নির্দেশ দেয়া হয়। রবিবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের বেঞ্চ এ আদেশ দেন।
এবি//এফএস