|| বিদেশ-বিভুঁই প্রতিবেদন ||
বিশ্বের রাজধানী হিসাবে পরিচিত নিউইয়র্ক সিটির ১১০তম মেয়র হিসেবে শপথ নিয়েছেন এরিক অ্যাডামস। নতুন বছরের প্রথম দিনে ব্যস্ততম ম্যানহাটানের টাইমস স্কয়ারে শপথ নেন এরিক অ্যাডামস। সদ্য বিদায়ী মেয়র বিল ডি ব্ল্যাজিও’র স্থলাভিষিক্ত হলেন তিনি।
এরিক অ্যাডামস নিউইয়র্ক সিটির ৩২৬ বছরের ইতিহাসে দ্বিতীয় কৃষ্ণাঙ্গ মেয়র হিসাবে যাত্রা শুরু করলেন। ২৮ বছর আগে প্রথম কৃষ্ণাঙ্গ মেয়র নির্বাচিত হন ডেভিড ডিনকিন।
করোনার নতুন ধরন ওমিক্রনের প্রকোপ বেড়ে যাওয়ায় এদিন বড় কোনো অনুষ্ঠান অনুষ্ঠিত হয়নি। নতুন মেয়র হিসেবে শপথ গ্রহণের সময় কোনো বক্তব্য দেননি এরিক অ্যাডামস। এড়িয়ে গেছেন সাংবাদিকদের প্রশ্নও। তবে শপথ গ্রহণের দুইদিন আগে তিনি বলেছিলেন, নতুন মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের পর সদস্য বিদায় মেয়র বিল ডি ব্ল্যাজিওর করোনা নিয়ে কিছু সিদ্ধান্ত তিনি অব্যাহত রাখবেন। যার মধ্যে ভ্যাকসিন ম্যান্ডেট অন্যতম।
এবি// এফএস