|| বঙ্গকথন প্রতিবেদন ||
সার্চ কমিটিতে জমা পড়া নামের তালিকা থেকে ২০ জনকে বাছাই করা হয়েছে। এ তালিকা থেকে চূড়ান্ত ১০ জনের নাম রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে। রাষ্ট্রপতি চূড়ান্ত তালিকা থেকে একজনকে প্রধান নির্বাচন কমিশনার এবং চারজনকে নির্বাচন কমিশনার পদে নিয়োগ দেবেন।
শনিবার সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে অনুষ্ঠিত সার্চ কমিটির পঞ্চম বৈঠকে ২০ জনের সংক্ষিপ্ত তালিকা করার সিদ্ধান্ত হয়।
মন্ত্রী পরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) সামসুল আরেফীন বৈঠক শেষে সার্চ কমিটির সিদ্ধান্তের বিষয়টি গণমাধ্যমে জানান।
তিনি বলেন, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের জন্য গঠিত সার্চ কমিটি ২০ জনের একটি তালিকা করেছে। আইনে বর্ণিত যোগ্যতা অনুসারে প্রস্তাবিত নামসমূহ থেকে তাদের বাছাই করা হয়েছে। আগামীতে আরো দু-একটি বৈঠক করবে সার্চ কমিটি। সেখান থেকে ১০ জনের নাম চূড়ান্ত করে রাষ্ট্রপতির কাছে তাদের প্রস্তাব পাঠানো হবে। সার্চ কমিটির পরবর্তী সভা ২০ ফেব্রুয়ারি বিকেল ৪টার দিকে অনুষ্ঠিত হবে।
জেটি//এফএস