||বিদেশ-বিভূঁই প্রতিবেদন||
ইউরোপের বিভিন্ন দেশের ওপর দিয়ে বয়ে যাচ্ছে ঘূর্ণিঝড় ‘মালিক’।
জার্মানিতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি দিয়ে শুরু হলেও সন্ধ্যা হতেই শুরু হয় ঝড়ো বাতাস। ঘূর্ণিঝড় মোকাবিলায় জার্মানির হামবুর্গসহ উত্তরাঞ্চলে কমপক্ষে ৪০টি এলাকায় রেড অ্যালার্ট জারি করেছে আবহাওয়া বিভাগ।
ঝড়ের আঘাতে ব্রিটেনে এখন পর্যন্ত দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে এক লাখের বেশি বাসিন্দা।
দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে দমকল ও আইনশৃঙ্খলা বাহিনীর কয়েক হাজার সদস্যকে। ঘূর্ণিঝড় মালিকের কারণে দেশটির উত্তরাঞ্চলের সঙ্গে এরই মধ্যে বার্লিনসহ দেশটির বিভিন্ন স্থানে ট্রেন ও সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রেখেছে শলজ সরকার।
উদ্ধারকর্মীরা ইতোমধ্যে স্থানীয় উপকূলীয় অঞ্চলের অধিবাসীদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়ার কাজ শুরু করেছে ।
এবি//আরজে