|| উপজেলা প্রতিবেদক, ধুনট,বগুড়া ||
বগুড়ার ধুনট উপজেলায় সহকারি শিক্ষক সাহেব আলীর বিরুদ্ধে প্রতিবন্ধী এক ছাত্রকে মারধরের অভিযোগ উঠেছে।
২০ ফেব্রুয়ারী সকালে ভান্ডারবাড়ি ছালেহা-জহুরা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। বুধবার ওই কিশোরের বাবা আতিকুল করিম বাবলু বাদি হয়ে স্কুল শিক্ষক সাহেব আলী ও একই বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্য শফিকুল ইসলামকে আসামি করে থানায় একটি লিখিত অভিযোগ করেন। ভুক্তভোগী কিশোর অফি ভান্ডারবাড়ি গ্রামের আতিকুল করিম বাবলুর ছেলে।
অভিযোগ সূত্রে জানা গেছে, যমুনা নদীর ভাঙনে গৃহহীন অফি ২০ ফেব্রুয়ারী সকালে শিক্ষক সাহেব আলীর কোচিং সেন্টারে ভেতরে প্রবেশ করে। পরে ওই শিক্ষক তাকে মারধর করে।
এ বিষয়ে শিক্ষক সাহেব আলী বলেন, কোচিং সেন্টারের ভেতরে প্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি করায় তাকে শাসন করা হয়েছে, মারধর না।
ধুনট থানার অফিসার ইনচার্জ কৃপা সিন্ধু বালা বলেন, প্রতিবন্দ্বী কিশোরকে মারধরে অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে।
জেটি//এফএস