|| বঙ্গকথন প্রতিবেদন ||
ঢাকার ধামরাইয়ে ঝোপের পাশ থেকে সদ্য ভূমিষ্ঠ এক কন্যা শিশুকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় শিশুটির মুখ ক্ষতবিক্ষত রক্তাক্ত ছিল।
সোমবার সকালে পৌরসভার বরাত নগর এলাকায় একটি ঝোপ থেকে তাকে উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সকালের দিকে ঝোপ থেকে নবজাতকটির কান্নার আওয়াজ শুনতে পান এক ব্যক্তি। পরে আশপাশের লোকজনসহ এগিয়ে গিয়ে দেখতে পান একটি কাপড়ে মোড়ানো মুখে ক্ষতবিক্ষত রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা নবজাতকটি কাঁদছে। পরে তারা থানায় খবর দিলে পুলিশ এসে শিশুটিকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে পাঠায়।
ধামরাই থানার পুলিশ পরিদর্শক (ওসি) আতিক রহমান বলেন, সকালের দিকে ৯৯৯-এ কল পেয়ে ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
জেটি//এফএস